সাবেক সংসদ সদস্যদের গাড়িবিলাস ব্যারিস্টার সুমন কিনেছেন সবচেয়ে দামিটি, দ্বিতীয় ক্রিকেটার সাকিব আল হাসান ।

 THETHE


THE মানবতার ফেরিওয়ালা সুমন ভোট ডাকাতি করে এমপি হয়ে ১ কোটি ২৮ লাখ টাকা দিয়ে একটি গাড়ি বুকিং দিয়েছেন। এই ধরনের গাড়ির শুল্কহার ৮২৬.৬০ শতাংশ, যার ফলে শুল্ককর হয়ে দাঁড়ায় ১০ কোটি টাকার বেশি। কিন্তু এমপি কোটায় তিনি এটি ফ্রি পেয়েছেন, অর্থাৎ ১০ কোটি টাকা মওকুফ হয়ে গেছে।


THE অন্যদিকে, ভোট ডাকাত সাকিব আল হাসানও ১ কোটি ৬ লাখ টাকার গাড়ি এনেছেন। এ গাড়ির শুল্কহারও ৮২৬.৬০ শতাংশ, ফলে শুল্ককর হয় ৮ কোটি ৯২ লাখ টাকা। সেটিও এমপি কোটায় ফ্রি পেয়েছেন, ফলে প্রায় ৯ কোটি টাকা মওকুফ হয়ে গেছে।


THE এইভাবে ভোট ডাকাতি করে তারা শুধুমাত্র গাড়ি আমদানি করে দেশের ১৯ কোটি টাকার শুল্ক ফাঁকি দিয়েছেন।



Post a Comment

Previous Post Next Post